২০১৪ থেকে ২০২২, বিগত আট বছরে বিশ্বজুড়ে ৫০ হাজারেরও বেশি অভিবাসী নিহত হয়েছেন। অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন ৩০ হাজারেরও বেশি অভিবাসী।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানায়, সম্প্রতি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মৃত অভিবাসীদের মধ্যে অর্ধেকেরও বেশি ইউরোপে যাওয়ার পথে বা ইউরোপে অভিবাসনের সময় মারা যান।
এছাড়া মধ্যে ভূমধ্যসাগরীয় রুটে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ হাজার ১০৪ জন অভিবাসী।
অন্যদিকে আমেরিকা মহাদেশে মারা গেছে প্রায় সাত হাজার অভিবাসী। যাদের অধিকাংশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অভিবাসীদের মধ্যে ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনা সত্ত্বেও, সংশ্লিষ্ট বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো এ সংকট মোকাবিলায় একসাথে প্রায়ই কাজ করেনি বা করছে না।
আরও পড়ুন: মেক্সিকোর সঙ্গে ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছে আর্জেন্টিনা
উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন হলো যখন মানুষ নিজ রাষ্ট্রের সীমানা অতিক্রম করে এবং গন্তব্য দেশে ন্যূনতম সময়ের জন্য অবস্থান করে। অভিবাসন অনেক কারণেই ঘটে। অন্য দেশে অর্থনৈতিক সুযোগের সন্ধানের জন্য অনেকে নিজের দেশে ছেড়ে চলে যায়। এছাড়া যুদ্ধ ও অন্য রাষ্ট্রের দখলদারিত্বে কারণেও মানুষ নিজ দেশ ছেড়ে চলে যায়। গেলো কয়েক দশকে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি মানুষ অন্য রাষ্ট্রে আশ্রয় নিয়েছে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.