ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

চাঁপাইনবাবগঞ্জে মশা তাড়ানোর আগুনে পুড়লো ছয় ঘর

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ ২১:০২:০২
চাঁপাইনবাবগঞ্জে মশা তাড়ানোর আগুনে পুড়লো ছয় ঘর

চাঁপাইনবাবগঞ্জে মশা তাড়ানোর আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে আসলাম উদ্দিন ও শুকুদ্দির ছেলে শরিফ উদ্দিন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আসলাম উদ্দিনের গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে এর সূত্রপাত হয়। পরে তা পাশের শরিফের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আসলামের তিনটি ঘর, আসবাবপত্র, ধান ও একটি ছাগল মারা যায়। এছাড়া শরিফের তিনটি ঘর, আসবাবপত্রে ক্ষতি হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরও পড়ুন: সাউন্ড গ্রেনেড ছুড়ে আওয়ামী লীগের দুই গ্রুপকে ছত্রভঙ্গ

পাঁকা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, পদ্মার দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার কোনো সুযোগ নেই। আগুনে দুটি পরিবারের ছয়টি ঘর পুড়ে গেছে। তাদের দাবি আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads