ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

খেলা দে‌খে বাড়ি ফেরেননি সাদেকুর, ধানক্ষেতে মিল‌লো মরদেহ

নিজস্ব প্রতি‌বেদক, কু‌মিল্লা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২ ১৭:৪০:২৮ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৭:৪৭:৪৩
খেলা দে‌খে বাড়ি ফেরেননি সাদেকুর, ধানক্ষেতে মিল‌লো মরদেহ

কুমিল্লার বুড়িচংয়ে ধানক্ষেত থেকে সাদেকুর রহমান (২২) নামে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, রাতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মেক্সিকোর খেলা দেখে আর বাড়ি ফেরেননি তিনি। 

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নামতলা পূর্বপাড়ার একটি ধানিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদেকুর পাশ্ববর্তী চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উর রহমান বলেন, সাদেকুর  বু‌ড়িচং‌য়ের নামতলা এলাকায় আবুল বাশারের বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল দোকানে পার্টটাইম চাকরি করতেন। রাতে ফুটবল খেলা দেখেন সাদেক। পরে সকালে বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন: এবার জাতীয় দলের প্রশংসায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির টিম কাজ কর‌ে‌ছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ‌নিহ‌তের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট আসলে খুনের রহস্য উদঘাটন হবে বলে জানান এ পু‌লিশ কর্মকর্তা।


একাত্তর/আরবিএস 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads