নওগাঁয় একটি সরকারি প্রাথমিকে শিশুদের যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন এলাকাবাসী। পরে পুলিশসহ উপজেলা প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করেন।
রোববার (২৭ নভেম্বর) সকালে জেলার রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার মিরাট ইউপির মেরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও কয়েকজন ছাত্রীর অভিভাবকরা জানান, শিক্ষক হাফিজুর বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এমন অভিযোগ এলাকায় কয়েকবার বৈঠক করে তাকে সতর্কও করা হয়। কিন্তু এরপরেও ওই শিক্ষকের আচরণের পরিবর্তন না হওয়ায় বিচারের দাবিতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের চাপের মুখে পরেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যান।
আরও পড়ুন: খেলা দেখে বাড়ি ফেরেননি সাদেকুর, ধানক্ষেতে মিললো মরদেহ
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এসিল্যান্ড ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.