ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

সুইস পরীক্ষায় রাতে মাঠে নামছে ব্রাজিল

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ ১৬:৩৪:১৬
সুইস পরীক্ষায় রাতে মাঠে নামছে ব্রাজিল

১৯৩০ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলে প্রতিটি আসর খেলে পাঁচবার  চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে নেইমাররা।

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল।

অনেক কারণেই ব্রাজিলের আজকের ম্যাচকে ‘পরীক্ষা’ ও ‘সুইস পরীক্ষা’ বলা হচ্ছে। ২০১৪ সালের আট জুলাই জার্মানির বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার। দুইবার হলুদ কার্ড দেখায় সেই ম্যাচে বাহিরে ছিলেন থিয়াগো সিলভাও। ধারনা করা হয়, দলের দুই কাণ্ডারীকে হারিয়ে শক্তির সঙ্গে মনোবলেও ভাটা পড়ে ব্রাজিলের শিবিরে। আর সেই ম্যাচে জার্মানরা ব্রাজিলের জাল কাঁপায় সাত বার। যা ব্রাজিলের বিপক্ষে জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে অসাধারণ ফলাফলগুলির একটি হিসাবে গণ্য করা হয়।

শুধু জার্মান স্মৃতি নয়, আছে আরও কারণ। সেটা হলো ব্রাজিলের জন্য বড়ো দুশ্চিন্তা হতে পারে বিশ্বকাপের রেকর্ড। পাঁচবারের চ্যাম্পিয়নরা সুইসদের বিপক্ষে এর আগে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে, একটিতেও জিততে পারেনি। তাই সুইসদের হ্যাটট্রিক নাকি প্রথা ভাঙবে ব্রাজিল সেই পরীক্ষার দিনটিও আজ।

এদিকে ব্রাজিলিয়ান শিবিরের আরেক খারাপ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানায়, সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরের দুশ্চিন্তা আরও বাড়তে পারে। ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। শনিবার তিনি ভালো করে অনুশীলনও করতে পারেননি। 

আরও পড়ুন: ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান লড়াইয়ে চারটি ম্যাচ আজ

তাই ব্রাজিল মাঠে নামার আগে আজ এতো চিন্তা। আর সঙ্গত কারণেই আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য সুইস পরীক্ষাই বৈকি। তবে সামর্থের দিক বিবেচনা করলে এই পরীক্ষা উতরে যাওয়ার যথেষ্ঠ শক্তি ব্রাজিলের আছে। কিন্তু সুইসরাও যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা ফুটবল বিশ্ব আগে অনেকবার দেখেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ড্র।


একাত্তর/এসি


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads