ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘানার কাছে হারলো দক্ষিণ কোরিয়া

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ ২১:২৯:০০ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২১:৩১:১৬
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘানার কাছে হারলো দক্ষিণ কোরিয়া

ক্যামেরুন–সার্বিয়া ম্যাচের ৬ গোলের রোমাঞ্চের রেশ কাটতে না কাটতে উপভোগ্য এক সন্ধ্যা উপহার দিলো এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার ঘানা।

সোমবার (২৮ নভেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে আক্রমণ–পাল্টা আক্রমণে দক্ষিণ কোরিয়াকে ৩–২ গোলে হারিয়েছে ঘানা।

প্রথমার্ধে ২ গোল করে জয়ের সুবাস পাচ্ছিলো ঘানা। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটে ২ গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে দক্ষিণ কোরিয়া।

তবে নাটকীয়তার শেষ এখানেই নয়, দৃশ্যপটে হাজির মোহামেদ কুদুস। ২২ বছর বয়সী আয়াক্স তারকা সবটুকু আলো কেড়ে নিলেন ব্যক্তিগত দ্বিতীয় গোল করে। তাতে ৩-২ গোলের জয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল ব্ল্যাক স্টাররা।

আরও পড়ুন: সমালোচনার মুখে মেসি!

শেষের ১৫ মিনিট কোরিয়ার একের পর এক প্রচেষ্টা বাধা পেয়েছে ঘানার রক্ষণদুর্গে। কখনও গোলরক্ষক আতি-জিগি তো কখনও রক্ষণ দেয়াল প্রতিহত করেছে শটগুলো। শেষ পর্যন্ত কুদুসের শেষ গোলটিই ব্যবধান গড়ে দেয়।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads