টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মর্কতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনই জেলার দেলদুয়ার কৃষি ব্যাংকের উপজেলা শাখায় কর্মরত ছিলেন। নিহত আবুল হোসেনের (৪৮) বাড়ি বাসাইল উপজেলার ময়থা গাছ পাড়া ও রেজাউল করিমের (৩৫) বাড়ী জেলার নাগরপুর উপজেলা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতি পাড়া বাইপাস এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এস.আই পরিবহনের যাত্রীবাহী বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘানার কাছে হারলো দক্ষিণ কোরিয়া
টাঙ্গাইলের মিজাপুরের গোড়াই হাইওয়ে থানার এস.আই আমিনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.