ঢাকা ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ ১১:১৯:৪০ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৮:১৯:২৫
ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত

চাঁদপুরে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জের এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে।  

সোমবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মেহেদী বেপারী (১৮)। সে ওই এলাকার হেলার ব্যাপারীর ছেলে।

আটক কিশোরের নাম বরকত ব্যাপারী। সেও একই এলাকা বাসিন্দা।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মোস্তফার হাতে ‘লাঙ্গল’ ধরিয়ে দিলেন রওশন

তিনি জানান, ঘাতককে আটক এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

এদিকে মেহেদীর হাসান বাবা হেলাল উদ্দিন ছেলের খুনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। 


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads