ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

চীন-যুক্তরাজ্যের ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে: ঋষি সুনাক

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ ১২:৪৬:০৪ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৮:২১:০০
চীন-যুক্তরাজ্যের ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে: ঋষি সুনাক

চীনের সাথে ব্রিটেনের সম্পর্কের তথাকথিত "স্বর্ণযুগ" শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পাশপাশি দেশটির প্রতি যুক্তরাজ্যের অবস্থানকে "বিকশিত" করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক নীতি বিষয়ে নিজের প্রথম বক্তৃতায় মঙ্গলবার (২৯ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, যুক্তরাজ্যকে এখন তার প্রতিযোগীদের প্রতি "শক্তিশালী বাস্তববাদী" দৃষ্টিকোণ দিয়ে চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে।

এসময় তিনি "ঠান্ডা যুদ্ধের অলংকার" এর বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের বৈশ্বিক তাৎপর্যকে উপেক্ষা করা যাবে না।

সুনাক গত মাসে টোরি নেতা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চীনের প্রতি যুক্তরাজ্যের অবস্থান কঠোর করার জন্য টোরি ব্যাকবেঞ্চারদের চাপের মুখোমুখি হয়েছেন।

চীনে কঠোর কোভিড লকডাউন আইনের বিরুদ্ধে চীনা নাগরিকদের বিক্ষোভের কয়েকদিনের মাথায় যুক্তরাজ্যের পক্ষ থেকে এ বক্তব্য এলো। ওই বিক্ষোভে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং রোববার সাংহাইতে একটি বিক্ষোভ কভার করার সময় একজন বিবিসি সাংবাদিককে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশ তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। 

সুনাক ব্যবসায়ী নেতা এবং পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বলেন, প্রতিবাদের মুখে চীন বিবিসি সাংবাদিককে লাঞ্ছিত করাসহ আরও দমন-নিপীড়ন চালিয়েছে। 

তিনি বলেন, আমরা স্বীকার করি যে চীন আমাদের মূল্যবোধ এবং স্বার্থের জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একটি চ্যালেঞ্জ যা আরও তীব্রতর হয়ে ওঠে যখন এটি আরও বৃহত্তর কর্তৃত্ববাদের দিকে এগিয়ে যায়।  

সুনাক যোগ করেন, আমরা বিশ্ব বিষয়ে চীনের তাৎপর্যকে উপেক্ষা করতে পারি না। 

আর এ জন্য যুক্তরাজ্য তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপানসহ অন্যদের সাথে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এর অর্থ হল আমাদের প্রতিযোগীদের বিরুদ্ধে দাঁড়ানো, গ্র্যান্ড রিটোরিকের সাথে নয় বরং দৃঢ় বাস্তববাদের সাথে।  

আরও পড়ুন: মোস্তফার হাতে ‘লাঙ্গল’ ধরিয়ে দিলেন রওশন

এর আগে সুনাকের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই মাসের শুরুতে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো দেখা করার কথা ছিল, কিন্তু পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ওই বৈঠক বাতিল করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ বলতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সময়ে বেইজিংয়ের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে বোঝানো হয়ে থাকে। তবে ক্যামেরুনের পদত্যাগের পর লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads