একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর।
রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে বিকেল ৫টায় প্রিমিয়ার শো হবে বলে জানিয়েছেন এই চলচ্চিত্রের নির্মাতা এম এ জাহিদুর রহমান। সিনেমাটিতে নাম ভূমিকায় দিলারা জামান অভিনয় করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের অনুদানে 'ওমর ফারুকের মা' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের অবিচ্ছিন্ন্য একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।
গল্পটি পিরোজপুরের জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। ৭১-এ শহীদ ওমর ফারুকের ভূমিকায় সাঈদ বাবু। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল,রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদ সহ আরো অনেকে।
আগামী তিন ডিসেম্বর তারিখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.