ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ ২০:৪৪:১১
যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- স্ত্রী বেবী আক্তার (২০) ও স্বামী রবিউল ইসলাম (২৫)।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তবে নিশ্চিতভাবে তারা কিছু জানাতে পারেনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৬ রোগী

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত খতিয়ে দেয়া হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads