ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

সহজ জয়ে শেষ ষোলোয় গ্রুপ সেরা ইংল্যান্ড

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ ০৯:৫৫:৩৮ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১১:৪৯:৪১
সহজ জয়ে শেষ ষোলোয় গ্রুপ সেরা ইংল্যান্ড

এক পয়েন্ট পেলেই প্রাথমিক লক্ষ্য পূরণ হতো ইংলিশদের। তবে শক্তিশালী দলটি সেই ভাবনাতেই গেল না। ছন্নছাড়া ওয়েলসকে  ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠলো ইংল্যান্ড।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় কাতার বিশ্বকাপে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের দুই দল ওয়েলস ও ইংল্যান্ড।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ওয়েলসের ওপর চড়াও হয় ইংল্যান্ড।

৫০তম মিনিটে ফ্রি কিক পায় হ্যারি কেইনের দল। মার্কাস রাশফোর্ড ফ্রি কিকে বাম কোনা দিয়ে বল ঢুকিয়ে দেন ওয়েলসের জালে।

৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ওয়েলস। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন হ্যারি কেইন। সেখানে থাকা ফিল ফোডেন দারুণ ক্রস শটে গোল করেন।

৬৮তম মিনিটে ফের গোল করে ইংল্যান্ডের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রাশফোর্ড।

আরও পড়ুন: ইরানকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল ইংল্যান্ড। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads