অধিকৃত পশ্চিম তীরে চারটি আলাদা ঘটনায় ইসরাইলি সেনাদের গুলিতে পাঁচ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রামাল্লা ও হেবরন শহরের কাছে ইসরাইলি সৈন্যদের সাথে রাতভর সংঘর্ষের সময় ২০ বছর বয়সী দুই ভাইসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, জেরুজালেমের উত্তরে গাড়ি হামলায় ইসরাইলি এক নারী সেনা আহত হওয়ার পর গাড়ি হামলা চালানো ওই সন্দেহভাজন তাদের গুলিতে নিহত হয়েছে। পরে আহত সেনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আর পঞ্চম ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে রামাল্লায়। সন্ধ্যায় সেখানে আলাদা এক সংঘর্ষে তার মৃত্যু হয়। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
চলতি বছর পশ্চিম তীরে একের পর এক সহিংস ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালায় এবং এতে অনেক ফিলিস্তিন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ
ওই পাঁচ ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির অভিযোগ, ইসরাইল অবৈধভাবে যায়গা দখলের পাশপাশি ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.