ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

বিক্রিতে কড়াকড়িসহ নতুন মোড়কে আসছে অ্যান্টিবায়োটিক

ডলার মেহেদী, একাত্তর
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ ১২:৩৭:৩০ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৩:১৭:৫০
বিক্রিতে কড়াকড়িসহ নতুন মোড়কে আসছে অ্যান্টিবায়োটিক

রাজধানীসহ দেশের ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে মুড়ি মুড়কির মতো। আইইডিসিআরের সাম্প্রতিক গবেষণা বলছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণে বিভিন্ন রোগের জীবাণু এখন ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছে। ফলে বেশ কিছু রোগের ক্ষেত্রে এটি আর কোনো কাজ করছে না। যার ফলে ঘটছে রোগীর মৃত্যুও। তাই এর অপব্যবহার রোধে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরটি জানিয়েছে, নাগরিক সচেতনতা বাড়াতে সিগারেটের মোড়কের মতো অ্যান্টিবায়োটিকের প্যাকেটেও থাকবে স্বাস্থ্য সতর্কতা। এর মোড়কের রঙ হবে লাল। আর ফার্মেসিগুলোতে বন্ধ করা হবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি। সেই সঙ্গে পূর্ণ কোর্স ছাড়া বিক্রি হবে না খুচরা বিক্রি। 

সরেজমিন রাজধানীর ফার্মগেট এলাকার একটি ফার্মেসিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন বিক্রি করতে দেখা যায়। অথচ পরামর্শপত্র ছাড়া এমন ওষুধ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই নির্দেশনার কোনো তোয়াক্কা করছে না দেশের অধিকাংশ ফার্মেসিগুলো। 


ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ ইউসুফ বলেন, খোদ রাজধানীতেই মুড়ি মুড়কির মতো দেদারে বিক্রি হচ্ছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক। এই পরিস্থিতিতে ওষুধটির ব্যবহার সংক্রান্ত একটি নীতিমালা করা হয়েছে। এই নীতিমালা মতে এখন থেকে সিগারেটের প্যাকেটের মতো অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কেও থাকবে স্বাস্থ্য সতর্কতা। আবার কোর্স কমপ্লিট ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে থাকবে নিষেধাজ্ঞা। 


এদিকে দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর কোথাও স্বীকৃত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হয়না। কিন্তু এর যথেচ্ছ ব্যবহারে তৈরি হয়েছে নানা জটিলতা।

আরও পড়ুন: করোনা টিকার চতুর্থ ডোজের সুপারিশ

ইতিমধ্যে মানহীন অ্যান্টিবায়োটিক তৈরি করায় ২৭টি ফার্মেসির লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads