ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ ১৬:৪৭:৩৯
হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জয়া আহসান। বলা চলে, টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। জল্পনা ছিলো, এই জয়া বলিউডেও আলো ছড়াবেন। এবার সেটাই যেন সত্যি হচ্ছে। কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের।

সিনেমাটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সূত্রে এমন খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জয়া আহসান। সিনেমাটিতে আরো কাজ করেছেন ‘দিল বেচারা’ সিনেমার সঞ্জনা সাংভি।

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।

এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

আরও পড়ুন: ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার ৩ ডিসেম্বর

এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলেও জানা গেছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads