ঢাকা ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

রাজশাহী বিভাগের সব জেলায় পরিবহণ ধর্মঘট আগামীকাল থেকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ ২০:৩১:০১ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১১:৪৩:২৬
রাজশাহী বিভাগের সব জেলায় পরিবহণ ধর্মঘট আগামীকাল থেকে

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধ, করোনাকালীন সময়ে প্রদান করা ট্যাক্স মওকুফ করাসহ ১০ দফা দাবিতে পহেলা ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের সব জেলার অনির্দিষ্টকালের বাস-ট্রাক চলাচল জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হবে এই ধর্মঘট। এতে রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছে বিভাগটি। ধর্মঘটে শুধুমাত্র যাত্রী পরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহনও।

এর আগে ২৬ নভেম্বর নাটোরের কানাইখালী আরপি সেন্টারে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভায় ১০ দফা না মানা হলে ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু জানান, ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন যোগাযোগ করা হয়নি। তাই আগের ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads