ঢাকা ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

জিতেও বিশ্বকাপ থেকে বিদায় মেক্সিকোর

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ ০৩:৪৩:১৯
জিতেও বিশ্বকাপ থেকে বিদায় মেক্সিকোর

কাতার বিশ্বকাপে একটি কষ্টের রাত কাটালো মেক্সিকো। তাদের শেষ ম্যাচের হিসাব বলছিল সৌদি আরবকে হারাতে পারলে শেষ ষোল সম্ভবনা টিকে থাকবে। তবে এদিন জয়ের জন্য যা প্রয়োজন তার সব মিটিয়ে ফিফার অন্য এক আইনে এখানে শেষ হলো মেক্সিকোর এবারের বিশ্বকাপ।

এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে।  অন্য ম্যাচে পোল্যান্ডও হেরেছে আর্জেন্টিনার কাছে। তাদের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বের টিকেট পেল পোল্যান্ড।

লুসাইল স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে ম্যাচ জুড়ে সৌদি আরবকে কোণঠাসা করে রেখে দুর্দান্ত ফুটবল খেলল মেক্সিকো। 

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের দুই গোলে এগিয়েও গেল তারা। অন্য ম্যাচের ফলও পক্ষেই ছিল। দরকার ছিল কেবল আরেকটি গোল। কিন্তু সেই ম্যাচ শেষ হতে উল্টো নিজেরাই গোল খেয়ে বসল দলটি। ফলে, জিতেও একরাশ হতাশা যোগ হলো মেক্সিকো শিবিরে।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads