ঢাকা ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়ালো শ্রীলংকা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ ১০:২৯:৪৩
শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়ালো শ্রীলংকা

তৃতীয় ও শেষ ওয়ানডে ৪ উইকেটে জিতে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হার এড়ালো স্বাগতিক শ্রীলংকা। প্রথম ওয়ানডে ৬০ রানে জিতে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিলো। এতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৩ রান করে আফগানিস্তান।

১৩৮ বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১৬২ রান করেন জাদরান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করে সেরা ইনিংস খেলেছেন জাদরান।

আরও পড়ুন: জিতেও বিশ্বকাপ থেকে বিদায় মেক্সিকোর

জবাবে ২ বল বাকি রেখে ৬ উইকেটে ৩১৪ রান করে ম্যাচ জিতে শ্রীলংকা। চারিথ আসালঙ্কা অনবদ্য ৮৩ ও কুশল মেন্ডিস ৬৭ রান করেন। ম্যাচ সেরা হন আসালঙ্কা।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads