ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ ১১:০৭:১৪ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১১:২৯:৫৭
জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

শঙ্কাই সত্যি হলো। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল জার্মানরা। কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জয়ের পরেও গ্রুপ পর্ব পার হতে পারলোনা মানুয়েল নয়্যারের জার্মানি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বের শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে ছিটকে গিয়েছিল আসরে চ্যাম্পিয়নের মর্যাদায় খেলতে আসা জার্মানি।

এবার নকআউট পর্বের টিকেট কাটতে জার্মানির জন্য প্রথম শর্ত ছিল জিততে হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল যেন পক্ষে আসে। চোখজুড়ানো ফুটবলে নিজেদের কাজটা তারা ঠিকঠাক করলেও সমীকরণ পক্ষে এলো না। আরেক ম্যাচে যে চমক জাগানিয়া ফুটবলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে গেছে জাপান। পরের ধাপে তাদের সঙ্গী ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচে দুই জয়ে জাপানের পয়েন্ট ৬। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ স্পেন।

জার্মানির পয়েন্টও স্পেনের সমান ৪; কিন্তু গোল ব্যবধানে অনেক পিছিয়ে জার্মানরা। কোস্টা রিকা শেষ করলো ৩ পয়েন্ট নিয়ে।

গোলের নেশায় প্রথম মিনিট থেকে আক্রমণ শাণানো জার্মানি এগিয়ে যেতে পারত দ্বিতীয় মিনিটেই। তবে জামাল মুসিয়ালার জোরাল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পাঁচ মিনিট পর লেয়ন গোরেটস্কার শট হয় লক্ষ্যভ্রষ্ট। নবম মিনিটে ভালো পজিশন থেকে টমাস মুলারের হেড লক্ষ্যভ্রষ্ট হলে বাড়ে হতাশা।

ম্যাচের ১৪তম মিনিটে বক্সের মধ্যে ফ্রি হেডারের সুযোগ পেয়েছিলেন গোরেটজকা। কিন্তু সফল হননি তিনি। প্রথমার্ধের বাকি সময় আরও কয়েকটি সুযোগ নষ্ট হয় জার্মানদের। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইনে বিরতি যায় জার্মানি।

প্রথমার্ধের শেষের ছন্দ ধরে রেখেই দ্বিতীয়ার্ধ শুরু করে কোস্টারিকা। মাঠে চাপে থাকা জার্মানদের চাপ আরো বাড়ে অন্য ম্যাচের স্পেনের বিপক্ষে জাপান ২-১ গোলে এগিয়ে গেলে। এমন চাপে পড়ে হ্যান্সি ফ্লিক মাঠে নামান নিকলাস ফুলক্রুগকে।

তবে তিনি মাঠে নেমে পার্থক্য গড়ার আগেই গোল করেন কোস্টারিকার ইয়েলৎসিন তেহেদা। ৬০ মিনিটে জার্মান ডিফেন্ডার ও গোলরক্ষক নয়্যারের ভুলে গোল করেন এই মিডফিল্ডার। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে হ্যান্সি ফ্লিকের দল। বিশেষ করে তরুণ মিডফিল্ডার মুসিয়ালা। তবে ভাগ্যটা তাঁর সঙ্গে ছিল না। কখনো নাভাসের অতিমানবীয় সেভ কিংবা কখনো গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

জার্মানির বিপদ বাড়ে কোস্টারিকা দ্বিতীয় গোল করলে। ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কোস্টারিকা। গোল করেন হুয়ান পাবলো ভারগাস। স্পেনের বিপক্ষে হার এড়ানোর নায়ক ফুলক্রুগ জার্মানদের সমতা ফেরাতে বড় ভূমিকা রাখেন। তাঁর সহায়তায় ৭৩ মিনিটে গোল করেন কাই হাভার্টজ।

জার্মানদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, নিশ্চিত গোল বাঁচিয়ে দেন নাভাস। ৮৫ মিনিটে আবারও সেই হাভার্টজ গোল করে ব্যবধান ৩–২ করেন।

শেষ মুহূর্তে ব্যবধান আরো বাড়ান ফুলক্রুগ। যদিও তা ঠেকাতে পারেনি জার্মানির বিদায়।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads