ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

গুইমারায় তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ ১১:৪০:৫৭ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১১:৪১:২৫
গুইমারায় তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে গুইমারায় সিন্দুকছড়ির পঙ্খিমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত ব্যক্তি চট্টগ্রামের রমজান আলী (৩৪)। তিনি চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকার ইউসুফ শিকদারের ছেলে। 

পুলিশ জানায়, রমজান আলী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে খাগড়াছড়ি আসেন তিনি। পরে সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে কলেজ শিক্ষার্থী খুন

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, নিহত রমজানের গলায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads