ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ ১৬:৩১:১৫ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৭:২৭:৫৫
গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম দু’টি ম্যাচ জয় করে, ইতোমধ্যে সেলেসাওরা নিশ্চিত করেছে শেষ ১৬’র টিকেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (২ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। দলে রয়েছে কিছুটা ইনজুরি দুশ্চিন্তা, ফলেই শেষ ম্যাচে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। 

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ছিলেন না দলপতি নেইমার এবং রক্ষণভাগের দানিলো। মাঠের অনুশীলনে ফিরেছে দানিলো, তবে ম্যাচটি কম গুরুত্বপূর্ণ হওয়ায় সাধারণভাবেই এই ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ তিতে। 

এদিকে শেষ ম্যাচে দারুণ ছন্দে থাকা অ্যালেক্স সান্দ্রো চোট পেয়েছেন, ফলে তাকেও দেখা যাবেন না এই ম্যাচে। 

তবে রক্ষণভাগে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন তিতে। মিলিতাও আগের ম্যাচে রাইট ব্যাকে ছিলেন, এই ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে আসতে পারেন তিনি। যেখানে তার সঙ্গী হতে পারেন জুভেন্টাসের ব্রেমার। রাইট ব্যাকে দানি আলভেস এবং বাম পাশের দায়িত্বে দেখা যেতে পারে অ্যালেক্স টেলেসকে। 

ম্যাচটি কম গুরুত্ব হওয়ায় মাঝমাঠ এবং আক্রমণভাগেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আগের ম্যাচে দুর্দান্ত গোলে দলকে জয় এনে দেওয়া ক্যাসেমিরোকে এই ম্যাচের একাদশে না পাওয়াটাই স্বাভাবিক। ভিনি জুনিয়র কিংবা রিচার্লিসন, তাদেরও বিশ্রামে থাকার কথাই রয়েছে।

আরও পড়ুন: নেইমারের জন্য বিশ্বকাপ ফুটবল কি শেষ?

এদিকে একাদশে আজও থাকার কথা ফ্রেডের, দেখা যেতে পারে ব্রুনো গুইমারেসকেও। রদ্রিগোকে আজ নাম্বার দশ পজিশনে রেখে, ডান প্রান্তে অ্যান্টনি এবং বাম প্রান্তে গ্যাবি মার্টিনেলিকে দেখা যেতে পারে। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা গ্যাব্রিয়েল জেসুসকে দিয়ে, দলে বেশ বড়সড় পরিবর্তন আনার কথাই রয়েছে কোচ তিতের। 

পরিবর্তন আসতে পারে গোলবারের নিচেও। এলিসন বেকারকে বিশ্রামে রেখে, দেখা যাবে দলের দ্বিতীয় গোলরক্ষক এডারসনকে। অন্তত একটি ম্যাচে সুযোগ পেতেই পারেন বিশ্বের অন্যতম এই সেরা গোলরক্ষক। 


একাত্তর/আরআই/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads