ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

সহজ সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ব্রাজিল-পর্তুগাল

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬:৪৪ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৬:৩৭:০২
সহজ সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ব্রাজিল-পর্তুগাল

নিজেদের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে শেষ ষোলোর টিকেট আগেভাগেই নিশ্চিত করেছে ব্রাজিল এবং পর্তুগাল। শুক্রবার (২ ডিসেম্বর) শেষ ম্যাচে জয় কিংবা ড্র করলেই তারা হয়ে যাবেন গ্রুপ চ্যাম্পিয়ন, পরাজয় হলে বসতে হবে গোল ব্যবধানের হিসাব নিয়ে। যার ফলাফল নির্ধারণ করবে, কে হতে যাচ্ছে ‘জি’ এবং ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন।

শেষ ষোলোর লড়াইয়ে এই দুটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপরা একে অপরের মুখোমুখি হবে পরবর্তী পর্বে। ফলে পর্তুগিজ এবং সেলেসাওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী পর্বে যাওয়ার চেষ্টা করবে, যাতে তাদের দেখা আপাতত না হয়। 

‘জি’ গ্রুপে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেসাওরা। ক্যামেরুনের সাথে জয় পেলেই, ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, চলে যাবে দ্বিতীয় পর্বে। 

তবে ড্র হলেও কোনো সমস্যা নেই নেইমারদের, তখন মোট পয়েন্ট দাঁড়াবে ৭, যেখানে দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ড শেষ ম্যাচ জয় করলেও, তাদের হবে ৬ পয়েন্ট।

ম্যাচটি যদি ব্রাজিল হারে তাহলেও কোনো সমস্যা হবে না, কারণ ৬ পয়েন্টের পাশাপাশি তাদের গোল ব্যবধান ৩। সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ম্যাচটি কমপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করতে হবে। কারণ সুইজারল্যান্ড এর গোল ব্যবধান শূন্য।

ঠিক একই পজিশনে আছে ক্রিশ্চিয়ান রোনালদোর পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে তারাও আছে ‘এইচ’ গ্রুপের শীর্ষে। জয় অথবা ড্র তদের সহজ ভাবেই নিয়ে যাবে পরবর্তী পর্বে। 

আরও পড়ুন: গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে ব্রাজিল, একাদশ হতে পারে যেমন

টেবিলের দ্বিতীর স্থানে থাকা ঘানার পয়েন্ট ৩, উরুগুয়ের সাথে ম্যাচটি তারা জয় করলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের ৪-০ গোলের ব্যবধানে জয় পেতে হবে। সে ক্ষেত্রে পর্তুগালকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারতে হবে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ‘এইচ’ গ্রুপের ম্যাচগুলো। অপরদিকে ‘জি’ গ্রুপের ম্যাচগুলো আজ দিবাগত রাত ১টায় শুরু হবে।    


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads