ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

লিটনকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ ১৮:১২:৩৮ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ২০:১৫:২৯
লিটনকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশের টপ অর্ডারের দায়িত্ব সামলানোর পর নতুন গুরু দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই উইকেট কিপার ব্যাটার।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এই সিরিজের জন্য লিটনকে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলের স্কোয়াডও।

এর আগে গত বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে টান লাগায় এই সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক তামিম।

সিনিয়র বেশ কজন ক্রিকেটারের অনুপস্থিতিতে গতবছর নিউজিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন লিটন। জাতীয় দলে তার নেতৃত্বের অভিজ্ঞতা ওই এক ম্যাচেরই। 

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদুল্লা রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নূরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads