কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত তিনটায় নাওডাঙ্গা পুলেরপাড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মাদক কারবারি সিয়াম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে হারুণ-অর-রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে নাওডাঙ্গা পুলেরপাড় বাজারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পরে উপজেলার বালারহাট এলাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলকে থামার সংকেত দিলে ভ্যান ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক ও আরোহীদের কয়েকজন। এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে এর পেছন থেকে ৩৩ কেজি গাজাসহ কুখ্যাত মাদক কারবারি সিয়ামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১৩
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, ফুলবাড়ী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে কুখ্যাত ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানকালে একটি কাভার্ড ভ্যান ও একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
আর গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.