ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

নিখোঁজের চারদিন পর জেলের মরদেহ উদ্ধার

সংবাদদাতা, চাঁদপুর
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ ১৮:৪৯:০৬
নিখোঁজের চারদিন পর জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুরের ডাকাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ও নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজের চারদিন পর জেলে শাহাবুদ্দিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ডাকাতিয়া নদীর বড় স্টেশন মোলহেড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত ২৮ অক্টোবর সকালে ডাকাতিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ও মাছঘাটে ফেরা একটি জেলে নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হয়েছিলেন তিনি। দুর্ঘটনায় নৌকায় থাকা ছয় জেলের মধ্যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে তলিয়ে যান। পরে ঘটনাস্থলে প্রায় ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজের কোন সন্ধান পায়নি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক সুমন দে জানান, দুপুরে দুর্ঘটনাস্থলে মরদেহটি ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads