ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

আফগানিস্তানে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ ১১:৩৪:০১
আফগানিস্তানে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণকে নিশানা করে কাছের একটি ভবন থেকে গুলিবর্ষণ করা হয়। খবর: রয়টার্স।

বন্দুক হামলায় পাকিস্তানি এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে। হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। কাবুল পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

ইসলামাবাদের দাবি, মিশন প্রধানকে হত্যা করতে এই হামলা চালানো হয়। তবে তিনি সুস্থ আছেন। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই হামলা হলো। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে ওই বৈঠক করেন দুই দেশের কর্মকর্তা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মিশন প্রধান উবাইদ-উর-রেহমান নিজামানিকে হত্যা করার চেষ্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে। নিজামানি নিরাপদ আছেন। কিন্তু পাকিস্তানি নিরাপত্তারক্ষী সিপাই ইসরার মোহাম্মদ রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, হামলার পর দূতাবাস খালি করার কোনও পরিকল্পনা নেই তাদের।

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই হামলার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে উল্লেখ করে ঘটনার তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

উল্লেখ্য, গত মাসেই কাবুল দূতাবাসে যোগ দেন নিজামানি। ২০২১ সালের আগস্টে কট্টর ইসলামপন্থী তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে যে অল্প কয়েকটি দূতাবাস চালু রয়েছে, পাকিস্তান মিশন সেগুলোর একটি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads