ব্রাজিল হেরেছে। হেরেও শেষ ষোলোতে গ্ৰুপ সেরা হয়ে পৌঁছেছে নেইমাররা। আর জিতেও বাড়ির পথে ক্যামেরুন। অপরদিকে সার্বিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
ক্যামেরুনের বিপক্ষে দশ নতুন খেলোয়াড় নিয়ে মাঠে নামে তিতের দল। কৌশলগত একাদশ নিয়ে শুরু থেকে আক্রমণ পর আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উল্টো একটি খেয়েছে।
তবে নতুনদের উৎসাহ দিতে মাঠে ছিলেন নেইমারসহ দলের বেশিরভাগ নিয়মিত একাদশের তারকারা। তাদের উৎসাহে সেলেকাওরা ক্ষুরধার আক্রমণ রচনা করলেও কাজের কাজ হয়নি।
তবে এই হারে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় কোন ছেদ পড়েনি। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের হারের রাতে একই নিয়তি নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগালও।
সাইড লাইনে বসে পুরো খেলাই দেখেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার, যিনি গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে লড়াই করে যাচ্ছেন। এনিয়ে বিস্তর গুজব ডাল-পালা মেললেও সুখবর আছে।
ব্রাজিল দলের চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমারের খেলার বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে আছে। ইনজুরির যেভাবে সেরে উঠছে তাতে সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা।
বিশ্বকাপের হেক্সা মিশনের শুরুতে সার্বিয়ার সাথে ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে কঁকিয়ে উঠে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। সার্বিয়ার মাকর্সম্যানরা শুরু থেকেই নির্দয় ছিলো নেইমারের প্রতি। শেষ পর্যন্ত তাদের বিপজ্জনক ফাউলের শিকার হতে হয় নেইমারকে। যে কারণে গ্ৰুপ ম্যাচে তাকে আর দেখা যায়নি।
ব্রাজিল দলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার জানান, নেইমার, দানিলো ও এলেক্স সান্দ্রো ইনজুরি থেকে সেরে উঠছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে তাদের সবার ফিটনেস নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে কাজ চলছে।
এরিমধ্যে ব্রাজিল দল অনুশীলনের একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে দলের অন্য সদস্যদের সঙ্গে নেইমারও জিমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার এই ছবি প্রমাণ দিচ্ছে তিনি সুস্থ হয়ে উঠছেন দ্রুত। এরপর ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের সময় মাঠেও উপস্থিত হয়েছেন নেইমার। হাত নেড়ে সাড়া দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।
তবে ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমার ক্যামেরুনের সঙ্গে ম্যাচ শেষে জানিয়েছেন, শেষ ষোলোতে নেইমার ও এলেক্স সান্দ্রোর মাঠে নামার বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে। তারা এখনো বল নিয়ে অনুশীলন শুরু করেননি। ফলে এখনই সব কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ৫ গোলের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড
লাসমার জানান, দানিলোর খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল। অন্যদিকে জেসুস ও এলেক্স তেল্লেস হাঁটু সমস্যা ভুগছেন। তাদের পরীক্ষা করে দেখা হবে সমস্যা কতোটা খারাপ-ভালো।
হেক্সা মিশনে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আগামী সোমবার (৫ ডিসেম্বর) কাতারের স্টেডিয়াম নাইন সেভেন ফোরে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.