ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

এরদোয়ানের সঙ্গে সুনাকের ফোনালাপ

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ ১২:০৯:৩৭
এরদোয়ানের সঙ্গে সুনাকের ফোনালাপ

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ নানা বিষয়ে তুরস্কের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। 

শুক্রবার (২ ডিসেম্বর) ফোনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

এসময় বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। খবর: আনাদোলু এজেন্সি।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, ফোনালাপে দুই ন্যাটো মিত্রের মধ্যে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এরদোয়ান। ইউক্রেন ইস্যুতেও কথা হয় দুই নেতার। 

আরও পড়ুন: পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহ নেই বাইডেনের

এরদোয়ান বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনার পরিবেশ তৈরি হলে সেটি সব পক্ষের জন্যই ইতিবাচক হবে।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads