শুরুটা প্রত্যাশিত না হলেও গ্রুপ পর্বের শেষটা দারুণ হয়েছে মেসিদের। নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে তারা।
অস্ট্রেলিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৩ নভেম্বর) লড়াইয়ে কোনো পরিবর্তন থাকছে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা।
শেষ জয়ের পর যে কোনো কোচ নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না, এটাই স্বাভাবিক।
তবে এই ম্যাচে কিছু পরিবর্তন দেখা যেতেও পারে। পোল্যান্ডের সাথে শেষ ম্যাচে পেশিতে সামান্য চোট ছিলো আনহেল ডি মারিয়ার।
শুক্রবার দলের বাইরে আলাদা অনুশীলন করেছেন এই উইঙ্গার।
যদিও চোটটি খুব বেশি গুরুতর নয়, এরপরেও স্কোলানি গতকাল অনুশীলনের আগে বলেছিলেন, ডি মারিয়ার ফিটনেস দেখে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, একাদশে ডি মারিয়াকে নামানোর ঝুঁকি না নেওয়ার সম্ভাবনাই বেশি। তার বদলে ডান পাশে পাপু গোমেজ বা আনহেল কোরেয়াকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: ব্রাজিলকে গোল দিয়েই লাল কার্ড পান আবুবকর!
এছাড়া হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসিকে দুই দিকে রেখে, লৌতারো মার্তিনেজকে ওপরে নিয়ে আসতে পারেন কোচ স্কোলানি। তবে, এর বাইরে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
মাঝমাঠে পারেদেস, গুইদো রদ্রিগেজদের বাইরে রেখে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের ওপর ভরসা রাখতেই পারেন আর্জেন্টাইন বস।
যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ: এমি মার্তিনেজ, আকুনিয়া, রোমেরো, ওটামেন্ডি, মলিনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল, লিওলেন মেসি, আলভারেজ, পাপু গোমেজ/ আনহেল কোরেয়া।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.