ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দেড় যুগ পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ ২১:৪৪:০০ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ২১:৪৪:২৫
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দেড় যুগ পর আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি শাহাদাতকে দেড় যুগ পর গ্রেপ্তার করেছে র‌্যাব। এ মামলার এখনও দুই আসামি পলাতক রয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর মুখপাত্র রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহাদাত নারায়ণগঞ্জের আলীরটেক এলাকার শুকুর আলীর ছেলে। 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় ২০০৩ সালের ১৩ জানুয়ারি ১০ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছিল মর্মে উল্লেখ করা হয়। এ ঘটনায় মো. সুজন, মো. শাহাদাত, আল আমিন ও আবুল কালামের নামে হত্যা মামলা করেন ওই শিশুর ভাই। 

আরও পড়ুন: হামলা হলে জবাব দেওয়া হবে কি না সময় বলে দেবে: কাদের

২০১৮ সালের ১১ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। এরমধ্যে মামলার প্রধান আসামি সুজনকে ২৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়। শুক্রবার শাহাদাতকে গ্রেপ্তার করা হলো। 

র‌্যাব জানায়, পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads