জঙ্গি অবস্থান করছে এমন সন্দেহে রাজধানীর গুলশান ও বনানী এলাকায় ব্লকরেইড দিয়েছে পুলিশ। এসব এলাকার কয়েকটি হোটেল এবং মেস ঘিরে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানায়, বনানী ও কাকলি এলাকায় বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ অভিযান। যাদের খোঁজে এ অভিযান তাদের কাউকে পাওয়া যায়নি।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, ইনসাফ নামে একটি আবাসিক হোটেলের ভেতরে পলাতক জঙ্গি ও তার সহযোগীরা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান চালায়।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গুলশান, বনানী নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় জঙ্গি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরতে এলাকাভিত্তিক ব্লকরেইড চলছে।
আরও পড়ুন: গভীর সঙ্কটে কিংবদন্তি ফুটবলার পেলের জীবন
জানা গেছে, এই মুহূর্তে মতিঝিলের হোটেল রহমানিয়ায় তল্লাশি চলছে।
গুলশান থানার ডিসি জানিয়েছেন, বনানী, কাকলি এলাকায় জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লকরেইড চলছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.