ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

এমবাপের কারণে ফ্রান্সকে ফিফার জরিমানা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ ২০:১৯:১৪
এমবাপের কারণে ফ্রান্সকে ফিফার জরিমানা

কাতার বিশ্বকাপে ফ্রান্সের তরুণ সুপারস্টার কিলিয়ান এমবাপে আলোচনায় থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু এবার এই তারকা সংবাদের শিরোনাম হলেন ভিন্ন কারণে।

ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ সেরা খেলোয়াড়কে আসতে হয় সংবাদ সম্মেলনে। কিন্তু গ্রুপ পর্বে তাকে দেখা যায়নি সংবাদ সম্মেলনে।

নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪–১ গোলে ব্যবধানের জয় পায় ফ্রান্স। ম্যাচে একটি গোলের দেখা পায় এমবাপে। সেই ম্যাচে জোড়া গোল করায় সংবাদ সম্মেলনে দেখা যায় অলিভিয়ের জিরুকে।

পরের ম্যাচে ডেনমার্ককে ২–১ গোলে পরাজয় করে ফ্রান্স। দুটো গোলই আসে এমবাপের পা থেকে। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যাননি তিনি।

ফলে নিয়ম ভাঙার দায়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে অর্থ জরিমানা করে ফিফা।

এরপর নিজ দোষের শাস্তি কাঁধে তুলে নেন এমবাপে। তিনি নিজেই জরিমানার পুরো অর্থ পরিশোধ করেন।

এ বিষয়ে বিশ্বসেরা এ তারকা বলেন, প্রথম রাউন্ডে আমি সংবাদমাধ্যমে কথা বলিনি। এর কারণ হলো —আমার টুর্নামেন্ট আর নিজের খেলায় মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। নিজের খেলায় বা কোনো কিছুতে মনোযোগ দিতে হলে আমি এটাই করি।

আরও পড়ুন: খেলছেন নেইমার, মাঠে নামার আগে বদলালেন চুলের রঙ

সংবাদ সম্মেলনে কথা না বলার জন্য ফ্রান্স ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হয়েছে জানার পর, এই দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি।

এ নিয়ে এমবাপে বলেন, আমি যখন ব্যাপারটা জানতে পারি, তখন আমি নিজেই জরিমানা পরিশোধ করি। কারণ দায় তো আমারই ছিলো।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads