ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

নজর কাড়ছেন এমবাপে

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ ২২:০৬:০০ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ২২:০৬:১৪
নজর কাড়ছেন এমবাপে

ফুটবল বিশ্বের অন্যতম দুই নক্ষত্র হলো লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে আসা এই দুই ফুটবলার আসরের শুরু থেকেই সকলের কেন্দ্রবিন্দু হয়ে ছিলেন। সেখান থেকেই যেন সব নজর নিজের দিকে কেড়ে নিয়েছেন ২৩ বছর বয়সী তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপে।

নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা এই ফুটবলার ফ্রান্সের হয়ে ২০১৮ সালেই জয় করেছেন বিশ্বকাপ। তিনি চারটি গোল করেছিলেন সেই আসরে, কিন্তু এবার যেন আরো দুর্দান্ত এমবাপে। চলতি আসরে মাত্র ৪ ম্যাচেই তিনি গোল করেছেন পাঁচটি।

তিউনিসিয়ার সঙ্গে ম্যাচটি ছাড়া প্রতিটি ম্যাচেই জালের খোঁজ পেয়েছে এই ফুটবলার। অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের বিপক্ষে রয়েছে জোড়া গোল।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপেই সেরা গোল স্কোরার, তারপরের স্থানে থাকা সাতজন ফুটবলার করেছেন ৩টি করে গোল।

রোববার (৫ ডিসেম্বর) নক-আউট ম্যাচে, বিশ্বকাপের একটি রেকর্ড নিজের করে নিয়েছে এই পিএসজি সুপারস্টার। বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপের গোল সংখ্যা ৯টি। ২৪ বছর হওয়ার আগেই বিশ্বকাপে সব থেকে বেশি গোল করার রেকর্ড এখন এটাই। যেটা এর আগে ছিল ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের (৭টি)।

বিশ্বকাপের দুই আসরেই ৯ গোল করা, মাত্র ২৩ বছর বয়সী এই ফুটবলার সামনে যে বেশ কিছু রেকর্ড অপেক্ষা করছে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। যেই গতিতে এই আসরে তিনি ছুটছেন, তাতে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ আসরে জাস্ট ফন্টেইনের করা সর্বোচ্চ ১৩ গোল খুব বেশিদিন স্থায়ী হবে না।

আরও পড়ুন: এমবাপের কারণে ফ্রান্সকে ফিফার জরিমানা

আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারলে যে বিশ্বকাপে সবথেকে বেশি গোল করা জার্মান স্টাইকার ক্লোজার ১৬ গোলের রেকর্ডটি নিজের করে নেবেন এমবাপে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপ ফাইনাল খেলতে এখনো ফ্রান্সের সামনে তিনটি ম্যাচ বাকি, ফলে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের দৌড়ে যে সব থেকে এগিয়ে এই ফুটবলার, সেই তর্কটা যেন তিনি থামিয়েই দিয়েছেন!


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads