শেষ হয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। একের পর এক অঘটন ও নানা উত্তেজনার মধ্যদিয়ে এ আসরে শেষ ষোলো থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে।
এই আট দলের খেলায় জয়ী চার দল খেলবে সেমি-ফাইনালে। আগামী ৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে শেষ ষোলোর খেলা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে থাকা আট দলের খেলা-
৯ ডিসেম্বর: ব্রাজিল-ক্রোয়েশিয়া, রাত ৯টা, দোহা
৯ ডিসেম্বর: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল
১০ ডিসেম্বর: মরক্কো-পর্তুগাল, রাত ৯টা, দোহা
১০ ডিসেম্বর: ইংল্যান্ড-ফ্রান্স, রাত ১টা, আল খোর
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.