ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এআই'র ভবিষ্যদ্বাণীতে কে এগিয়ে?

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:১১:৫২ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:২৫:৩৯
ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এআই'র ভবিষ্যদ্বাণীতে কে এগিয়ে?

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা'র তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রোবটের নাম "কাশেফ"। কাতার বিশ্বকাপের প্রতিটি খেলার ফলাফলের পূর্বাভাস জানিয়ে দিচ্ছে এই বিশেষ এআই। 

আল-জাজিরা কর্তৃপক্ষ বলছে, গত এক শতাব্দীতে খেলা ফুটবল ম্যাচে দেশগুলোর জয়ের সংখ্যা, গোল, ফিফা র‌্যাঙ্কিং এবং আরও অনেক তথ্য বিশ্লেষণ করেছে কাশেফ। আর এসব তথ্যের ওপর ভিত্তি করেই এআই'টি আসন্ন ম্যাচগুলোর ভবিষ্যদ্বাণী করছে। 

এবারের বিশ্বকাপের ৫৬টি ম্যাচ বিবেচনায় কাশেফের ভবিষ্যদ্বাণী ৬৮ শতাংশ নির্ভুল। 

আরও পড়ুন: সাত বছর আগের দিনটি আজ কী মিরপুরে ফিরবে

কাশেফ বলছে, কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে ৩২ টি দলের মধ্যে আটটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। 

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচে ব্রাজিল জয়ী হবে, এ সম্ভাবনা ৭০ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচে মেসি বাহিনী জিতবে, এমন সম্ভাবনা ৫২ শতাংশ।  

এদিকে মরক্কো-পর্তুগাল ম্যাচে পর্তুগালের সম্ভাবনা ৬৬ শতাংশ। আর ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে ৫২ শতাংশ সম্ভাবনা নিয়ে এগিয়ে ফ্রান্স, সেখানে ব্রিটিশদের সম্ভাবনা ৪৮ শতাংশ। 

কাশেফের সর্বশেষ ভবিষ্যদ্বাণী অনুযায়ী নিচের নক-আউট টেবিলটি তৈরি করা হয়েছে। কাশেফের মতে, এবারের বিশ্বকাপ যাচ্ছে ব্রাজিলে!  



তবে কর্তৃপক্ষ বলছে, ম্যাচের ভবিষ্যদ্বাণী করা সহজ কাজ নয়। শুধু পরিসংখ্যান নয়, বরং দলের মনোবল বা খেলোয়াড়ের ফিটনেসের মতো বাহ্যিক কারণগুলোও খেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 


একাত্তর/আরবিএস 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads