কাতার বিশ্বকাপের ম্যাচগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি ভেন্যুতে বড় পর্দায় দেখিয়ে আসছিল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
শুক্রবার (৯ ডিসেম্বর) নগদের হেড অফ পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল জানান, অনিবার্য কারণে বড় পর্দায় চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ, স্বোপার্জিত স্বাধীনতা ও টিএসসিতে বড় পর্দায় খেলা প্রদর্শন করে আসছে নগদ। আর এতে করে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে ঢাবি ক্যাম্পাস প্রাঙ্গণে। এসময় উৎসবমুখর পরিবেশে রূপান্তর হয় ভেন্যুগুলো, যার বেশ কিছু অংশ ফিফা নিজেদের পেজে শেয়ার করেছিলো দিন কয়েক আগেই।
তবে গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার কারণে, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে আহবান জানায়, বহিরাগতরা যেন ক্যাম্পাসে খেলা দেখতে না আসেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, এখানে বহিরাগতরা খেলা দেখতে আসলে শিক্ষক-শিক্ষার্থীদের নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পরতে হয়, সাথে পরিবেশও বিঘ্নিত হয়।
আরও পড়ুন: আজ ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনা নাকি অপরাজিত নেদারল্যান্ড?
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো না দেখালেও, সেমি ফাইনাল থেকে তিন ভেন্যুতেই আবার যথারীতি ম্যাচ প্রদর্শন করা হবে বলে নিশ্চিত করেছে নগদ।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.