ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে কি‌শোর নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ ১২:১০:৪১ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১২:১২:১৯
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে কি‌শোর নিহত

বাগেরহাটের মো‌ড়েলগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা‌কে কেন্দ্র ক‌রে ছুরিকাঘাতে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দি‌কে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা চলাকালে উপজেলার সমাদ্দারখালী বাজা‌রে ওই হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত টুটুল হাওলাদার (১৬) বাগেরহাট জেলার মো‌ড়েলগঞ্জ উপজেলার গু‌লিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।     

পুলিশ জানায়, মো‌ড়েলগ‌ঞ্জের গু‌লিশাখা‌লি সমাদ্দারবাজা‌রে স্থানীয়রা রা‌তে টিভির পর্দায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার আয়োজন ক‌রেন।  স্থানীয় বেশকিছু দর্শক ওই খেলা দেখছিলেন। হঠাৎ খেলা দেখা‌কে কেন্দ্র ক‌রে টুটুল হাওলাদারের সাথে সমাদ্দারপাড়ার রু‌বেল সমাদ্দা‌রের বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে রু‌বেল সমাদ্দার টুটুল হাওলাদার‌কে ছুরিকাঘাত ক‌রে পালিয়ে যান। ওই রা‌তে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে মো‌ড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।                                            

আরও পড়ুন: উখিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

বাগেরহাট জেলা পু‌লি‌শের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, টুটুল হাওলাদারের সাথে রু‌বেল সমাদ্দা‌রের পূর্ব থেকে বি‌রোধ ছিল। খেলা দেখার সময় বাকবিতণ্ডার একপর্যায়ে টুটুল‌কে ছুরি মে‌রে পালিয়ে যান রুবেল। পুলিশ মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য শনিবার (১০ ডিসেম্বর) বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আসামি ধর‌তে পু‌লি‌শের একাধিক ইউনিট বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads