ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

রোনালদোদের বিদায় জানিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ ২৩:৩৮:১০ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ০০:৩০:৪৩
রোনালদোদের বিদায় জানিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

শেষবারের মত বিশ্বকাপে খেলতে এসে একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অধরা ট্রফি জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন পর্তুগালকে। কিন্তু শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়লো ইউরোপের অন্যতম শক্তিশালী এ দল। 

আফ্রিকার দেশ মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিতে উঠলো মরক্কো।

শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারন করে দেয়। 

আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগে নিজেদের দক্ষতা প্রমাণ করলো আফ্রিকার সিংহরা। যদিও পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের পায়ে। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়েও বারবার ব্যর্থ হয়েছেন পেপে-ফার্নান্দেজরা। 


এদিকে আজও খেলার শুরুর একাদশে মাঠে নামনো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটের মাথায় রুবেন নেভাসের বদলি হিসেবে মাঠে নামেন সিআর সেভেন। দারুণ এক শটে মরোক্কোর জালে বল জড়ানোর চেষ্টাও চালান। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। 

ম্যাচের একেবারে শেষ সময়ে আরেকটা সুযোগ পান পেপে। ডি বক্সের ভেতরে বলে মাথাও ছোঁয়ান, কিন্তু বলে চলে যায় গোল পোস্টের বাইরে।     

প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পরায় দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে উঠেন রোনালদোরা। কিন্তু দলকে জয় উপহার দেওয়া তো দূরের কথা, শেষ পর্যন্ত সমতায়ও ফেরাতে পারেননি সান্তোস শিষ্যরা। 

এর মধ্যদিয়েই শেষ হলো ফুটবলের আরেক জাদুকর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। রোনালদোর দীর্ঘদিনের সহযোদ্ধা কেপলার ল্যাভেরান লিমা ফেরাইরা পেপেকেও আর দেখা যাবে না বিশ্বকাপের মাঠে।  



একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads