ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

মরক্কো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত শাকিরা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:৩৪:০২ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:৩৪:৫৩
মরক্কো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত শাকিরা

ফুটবলের সঙ্গে কলম্বিয়ান পপতারকা শাকিরার সম্পর্ক অনেক পুরনো। একসময় সংসার করেছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। এছাড়াও ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে দুনিয়া মাতিয়েছে তার হিপস ডোন্ট লাই, ওয়াকা ওয়াকা ও লা লা লা গানগুলো। ল্যাটিন দুনিয়ার বাসিন্দা হিসেবে ফুটবলের প্রতি তার ভালোবাসা স্পষ্ট। 

তবে এবারের কাতার বিশ্বকাপে কোনভাবে অংশ না নেয়ার কথা জানিয়েছিলেন তিনি। কাতারে স্টেডিয়াম নির্মাণে জড়িত শ্রমিকদের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফিফাকে সমর্থন করা থেকে বিরত থেকেছেন তিনি। 

তারপরও খেলাটির প্রতি ভালোবাসাকে তো আর দমিয়ে রাখা যায় না। তাই পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া মরক্কোকে এক টুইটবার্তায় অভিনন্দন জানিয়েছেন তিনি। আর সেটিও জানিয়েছেন ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য গাওয়া নিজের গানেরই কলি দিয়ে। 

টুইটবার্তায় শাকিরা লিখেছেন 'দিস টাইম ফর আফ্রিকা!!'। আর মুহূর্তেই সেটি টুইটারে শীর্ষ ট্রেন্ডিং টুইটগুলোর তালিকায় উঠে আসে। 

উল্লেখ্য, এই বিশ্বকাপে দুই জায়ান্ট স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিতে উঠে ইতিহাস রচনা করেছে তারা। শাকিরার সমর্থন নিয়ে ফাইনালে উঠে আরও বড় ইতিহাস তারা গড়তে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads