ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

নেইমারদের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ রোনালদোর

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০২:৪১ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৫:০১
নেইমারদের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ রোনালদোর

ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী রোনালদো নাজারিও নেইমারসহ জাতীয় দলের ফুটবলারদের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ দিয়েছেন। ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর ফুটবলারদের মানসিক বিধ্বস্ত অবস্থা দেখে এই পরামর্শ দিয়েছেন তিনি। 

ব্রাজিলের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ক্রোয়েশিয়ার কাছে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের পোস্ট দেখে তিনি নিজেই মানসিকভাবে বিধ্বস্ত অনুভব করছিলেন। তাই নেইমারকে সাহায্য করার কোনও উপায় খুঁজছিলেন তিনি। 

তিনি বলেন, 'সবাই কীসের ভেতর দিয়ে যাচ্ছে তা আমি বুঝতে পারছি। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, এমনকি ভবিষ্যৎ পরিকল্পনা বাদ দিয়ে খেলা ছেড়ে দেয়ার কথা চিন্তা করাও। তবে এর শেষ আছে। এই হতাশা অস্থায়ী। আগের মতো আগ্রহ ও ইচ্ছাশক্তি নিয়ে ও ফিরে আসবে'। 

রোনালদো খেলোয়াড়দের জন্য সার্বক্ষণিক মনস্তাত্বিক সহায়তার ওপর জোর দেন, শুধুমাত্র বড় কোনও টুর্নামেন্টের সময়ই নয়।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে যাওয়া দলে মনোবিদ না নেয়ার জন্য অনেকে ব্রাজিলের কোচ তিতের সমালোচনা করেছেন। 

রোনালদো নিজেও তিন বছর ধরে সাকোথেরাপি নিচ্ছেন জানিয়ে বলেন, 'আমি পরামর্শ দেবো একজন মনোবিদ রাখার, যার সাথে নিজের চাহিদা ও সন্দেহগুলো নিয়ে আলোচনা করা যাবে। এক-দুই মাসের জন্য ফুটবল সাইকোলজিস্ট না। আমি জানি না সেটা কতটুকু সাহায্য করতে পারে'।

এদিকে রোনালদোর শরীর নিয়ে আরেক সাবেক ফুটবলার কাকার মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। 

সম্প্রতি এক প্যানেলে কাকা বলেছিলেন, 'অনেক ব্রাজিলীয়ই ব্রাজিলকে সমর্থন করে না। এমনটা মাঝেমাঝে হয়। কেউ যদি রোনালদোকে ব্রাজিলের রাস্তায় হাঁটতে দেখে তাহলে তাকে স্রেফ একজন মোটা মানুষ বলেই মনে করবে'। 

আরও পড়ুন: মরক্কো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত শাকিরা

কাকার এই মন্তব্যকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন রোনালদো। ভাষাগত দুর্বলতার কারণে কাকা হয়তো তার মনের কথাটি ঠিকমতো বোঝাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, 'হয়তো সে বোঝাতে চেয়েছিল যে সফল ব্রাজিলীয় হিসেবে আমরা বিদেশে ভিন্ন আচরণের সম্মুখীন হই। ব্রাজিলের চাইতে ব্রাজিলের বাইরে আমাদেরকে বিশেষ চোখে বেশি দেখা হয়। কাকা যা বলতে চেয়েছিল সেটি সে ঠিকমতো বোঝাতে পারেনি'। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads