ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ফ্রান্সে জয় উদযাপন উৎসবে গাড়িচাপায় কিশোর নিহত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪০:১২ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪৩:১৯
ফ্রান্সে জয় উদযাপন উৎসবে গাড়িচাপায় কিশোর নিহত

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এই জয় উদযাপন করার সময় দেশটিতে গাড়িচাপায় এক কিশোরের মৃত্যুতে জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে ফরাসিদের। 

বুধবার (১৪ ডিসেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঁপেলিয়ের অঞ্চলের লা পেইলেড শহরে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে জয়ের প্রায় আধা ঘণ্টা পর এই দুর্ঘটনা ঘটে। গাড়িচাপায় আহত ১৪ বছর বয়সী ওই কিশোরকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফ্রান্সের পতাকা দিয়ে মোড়ানো একটি গাড়িকে ঘিরে রয়েছে একদল মানুষ। তারা পতাকাটি ধরে টান দিলে চালক ঘাবড়ে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর তখনই দুই কিশোর গাড়ির নিচে চাপা পড়ে। 

মরক্কোর বিপক্ষে জয়ের পরপরই মঁপেলিয়ের কেন্দ্রে ফরাসি ও মরক্কান সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। 

ফ্রান্সের অন্যান্য জায়গায় জয় উদযাপন করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল শান্তিপূর্ণ। তবে লিওঁ শহরে চরম ডানপন্থী তরুণদের নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে। 

নিহত কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় এমপি নাটালি ওজিওল বলেন, একটি খেলা এরকম ট্র্যাজেডিতে শেষ হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। 

আরও পড়ুন: থাই রাজকুমারী হৃদরোগে আক্রান্ত

দক্ষিণ হেরো এলাকার প্রিফেক্ট জানান, দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। চালকের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। 

উল্লেখ্য, ফ্রান্সে প্রায় ১৫ লাখ মরক্কান অধিবাসী রয়েছেন। বিশ্বকাপে দুই দলের ম্যাচের পর দেশজুড়ে প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়, যাদের হাতে ১৬৭ জন গ্রেপ্তার হয় বলে জানিয়েছে বিবিসি। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads