ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পকেটে যাচ্ছে কত টাকা?

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ ১২:৫৮:১৮ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৩:১০:২৬
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পকেটে যাচ্ছে কত টাকা?

সবচেয়ে বড় খেলার আসর ফিফা বিশ্বকাপ ফুটবলের কাতার আসর এখন চূড়ান্ত শিখরে। প্রস্তুত ফাইনালের মঞ্চ। রাতে শিরোপা ফয়সালায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।

দুই দলের জার্সিতেই আছে দুটি করে তারকা, অর্থাৎ দুইবারের চ্যাম্পিয়ন। ফলে এবারের ফাইনাল শেষে একটি দলের জার্সিতে যোগ হবে আরেকটি তারকা চিহ্ন, যা এখন নিশ্চিত করেই বলা যায়। 

আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলে ১৯৭৮ সালে, এরপর ১৯৮৬ সালে দেশটিকে দ্বিতীয় শিরোপা এনে দেয় ম্যারাডোনা এন্ড কোং। এরপর ২০১৪ সালের ফাইনাল খেললেও জার্মানির কাছে হেরে যায় আলবেসেলেস্তেরা।

অন্যদিকে ফ্রান্স বর্তমান শিরোপাধারী দল। এর আগে ১৯৯৮ সালে নিজেদের দেশে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার শিরোপা জয় করে জিদানের ফরাসি বাহিনী। এবার শিরোপা ঘরে তুলতে পারলে, ব্রাজিলের পর প্রথম দেশ হিসাবে পরপর শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবে ফ্রান্স। 

বিশ্বের লাখো কোটি মানুষের এখন নজর দোহার দিকে। মেসির আর্জেন্টিনা বনাম এমবাপের ফ্রান্সের মধ্যে ফাইনালের জন্য অধীর অপেক্ষায় আছেন। কোন দল জিতবে শিরোপা, এই নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন সবাই। কারণ লড়াইটা বাঘে-মহিষে।

কথায় আছে, খাজা বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে। তেমনি ফিফা বিশ্বকাপ থেকেও কেউ খালি হাতে ফেরে না। আসরে অংশ‌ নেয়া ৩২ দলই বিশাল অংকের টাকা নিয়ে বাড়ি ফিরে গেছে। তবে চ্যাম্পিয়নরা সবচেয়ে বেশি পাবে, সেটাই স্বাভাবিক। 

রোববার (১৮ ডিসেম্বর) রাতের ফাইনাল জয়ী দল তাদের থলিতে পুরে নেবে চার কোটি ২০ লাখ ডলার। আর রানার আপ দলের পকেটে যাবে তিন কোটি ডলার। এই অর্থ শুধু প্রাইজ মানি। অংশ নেয়ার ফি আর আয়ের লাভ থেকেও ভাগ যাবে সবার থলেতে। 

ফাইনালে দুই দলের জন্য যেমন সাত কোটি ২০ লাখ ডলার রাখা হয়েছে, তেমনি আসরে তৃতীয় হয়ে ক্রোয়েশিয়া জিতে নিয়েছে দুই কোটি ৭০ লাখ ডলার। আর চতুর্থ হয়ে মরক্কো পেয়েছে দুই কোটি ৫০ লাখ ডলার।

আর কোয়ার্টার ফাইনালে খেলার পুরস্কার হিসাবে ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড পাচ্ছে এক কোটি ৭০ লাখ ডলার।

আর শেষ ষোলতে খেলার জন্য আমেরিকা, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া পাচ্ছে এক কোটি ৩০ লাখ ডলার।

আরও পড়ুন: আশা জাগিয়েও ভারতের কাছে ১৮৮ রানে হারলো বাংলাদেশ

অন্যদিকে, স্বাগতিক কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ের পকেটে যাবে ৯০ লাখ ডলার করে।

এর বাইরে ম্যাচ ফি, স্পন্সর ফি, সম্প্রচার ফি, টিকেট বিক্রি সব খান থেকেই দলগুলোর জন্য একটি নির্দিষ্ট অংশ রেখে দেয়া হয়, যার পরিমাণ কয়েক মিলিয়ন ডলার‌। এজন্য বিশ্বকাপ ফুটবলকে বলা হয় সবচেয়ে দামি ক্রীড়া আসর।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads