বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করছে আর্জেন্টাইন ফুটবল দল। আর তাদেরকে সমর্থন দিতে তাদের সাথে সেখানে আছেন স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
তবে কাতারে গিয়ে বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না মেসিদের আপনজনদের। হোটেলে বিদ্যুৎ বিভ্রাটসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে হঠাৎই ওয়াটারফ্রন্ট হোটেলের বিদ্যুৎ চলে যায়, যেখানে থাকছিলেন কয়েকজন খেলোয়াড়ের স্ত্রী-সন্তানরা। এরপর তড়িঘড়ি করে তাদেরকে ফেরিতে করে কাছের একটি দ্বীপে অন্য একটি বিলাসবহুল হোটেলে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, ওই দলে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কার্ডোসো, লাউতারো মারটিনেজের স্ত্রী আগুস্টিনা গ্যান্ডোলফো এবং আলেহান্দ্রো গোমেজের স্ত্রী লিন্ডা রাফ।
তাদের ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে বলেন, আর্জেন্টাইনরা অনেক টাকা খরচ করেছে। তারা নিশ্চয়ই অন্ধকারে হোটেল রুমে বসে থাকবে না, আর এখানে নিরাপত্তার ব্যাপারও আছে।
এই ঘটনার কয়েকদিন আগেই লাউতারো মারটিনেজের স্ত্রী আগুস্টিনা গ্যান্ডোলফোর পানীয়ের গ্লাসে কাঁচ পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিলো।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় উদযাপন করছিলেন খেলোয়াড় ও তাদের স্ত্রীরা। সেসময় ক্লাবে নিজের পানীয়ের গ্লাসে ভাঙা কাঁচের টুকরো পান গ্যান্ডোলফো।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পকেটে যাচ্ছে কত টাকা?
সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সৌভাগ্যবশত কোনও কাঁচের টুকরা তার মুখে যায়নি।
পরে অনেকে বলেছিলেন, গ্যান্ডোলফো নিজেই এই কাজ করে থাকতে পারেন। এই অভিযোগের ইন্সটাগ্রামে ক্ষোভ ঝাড়েন তিনি, যেখানে তিনি বলেন, 'এটা অসম্মানের। ঘটনার সাক্ষীরাই দেখেছেন সেখানে কী হয়েছিলো'।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.