পর্দা নামতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। আজ রাতেই জানা যাবে, কার হাতে উঠতে যাচ্ছে স্বপ্নের শিরোপা। শেষ ম্যাচের লড়াইয়ে দল দুটি কেমন একাদশ নিয়ে মাঠে নামবে কিংবা কি হতে যাচ্ছে তাদের ফর্মেশন।
কেমন হতে পারে দুই দলের ফর্মেশন ও পরিকল্পনা
ফ্রান্স দলে দিদিয়ের দেশমের অন্যতম শক্তির জায়গা দুই উইংয়ের গতি, যা দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাতে সক্ষম তার দল। দেশম তার ৪-২-৩-১ ফর্মেশন নিয়েই হয়তোবা আজও মাঠে নামবেন। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই এই ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে ফ্রান্স। শুধুমাত্র তিওনিশিয়ার বিরুদ্ধেই ৪-৩-৩ ফর্মশনে মাঠে নেমেছিল তারা। এই একটি ম্যাচেই তাদের হারতে হয়েছিল।
ফলে বলাই যাচ্ছে নিজেদের সেরা ফর্মেশন নিয়েই আজও মাঠে দেখা যাবে তাদের। দলে নতুন করে কোনো রকম ইনজুরি হানা না দিলে জিরুকে সামনে রেখে দুই পাশে এমবাপে এবং ডেম্বেলে থাকবে আক্রমণভাগে, সাথে থাকছে গ্রিজম্যান। পাশাপাশি মাঝ মাঠে থাকবে চুয়ামেনি এবং রাবিয়োট।
এদিকে সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারের পর, ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনা খেলছে পরিকল্পনা অনুযায়ী। প্রতি ম্যাচেই প্রতিপক্ষের জন্য আলাদা পরিকল্পনা করে ফাইনালে এসেছে তারা। তবে আজ বড় প্রশ্ন কি হতে পারে লিওনেল স্কলানির ফর্মেশন।
ফ্রান্সের মতো আক্রমণাত্মক ফুটবলের সামনে ৪-৪-২ ফর্মেশনে খেলবে নাকি ৩-৫-২ ফর্মেশনে। এমবাপে, জিরুদের আটকানোর জন্য স্কলোনি মাঝ মাঠের শক্তি বাড়াতে পারে। উপরে আলভারেজ এবং মেসি। যেখানে মেসিকে দেখা যেতে পারে ‘ফ্রি-রোলে’। তবে চোখ থাকবে ডি –মারিয়ার দিকেও, একাদশে তাকে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি, তবে দেখা যেতে পারে সাব হিসেবে।
দুই দলের সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি(অধিনায়ক), হুলিয়ান আলভারেজ।
আরও পড়ুন: কাতারের বিশাল সব স্টেডিয়াম ও হোটেলের ভবিষ্যৎ কী
ফ্রান্স: হুগো ইয়রিস(অধিনায়ক), জুলস কুন্ডে, রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাটে (দায়োত উপামেকানো), থি হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আড্রিয়েন রাবিয়োট, আঁতোয়াঁ গ্রিজমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.