ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ফাইনালে ইনজুরি শঙ্কা, কতোটা প্রস্তুত আর্জেন্টিনা-ফ্রান্স?

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪৬:০৭ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৫১:৫৯
ফাইনালে ইনজুরি শঙ্কা, কতোটা প্রস্তুত আর্জেন্টিনা-ফ্রান্স?

আজ রাতেই কাতার বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে, জানা যাবে কে হতে যাচ্ছে ২২তম আসরের চ্যাম্পিয়ন। ফ্রান্সের টানা দ্বিতীয় নাকি আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ। শিরোপা জয়ের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত আছে তো দলগুলো, নাকি রয়েছে কোনো ইনজুরি সমস্যা। 

আর্জেন্টিনার দলের অবস্থা

সম্পূর্ণ ফিট একটি টিম নিয়েই আজ মাঠে আসবে স্কোলানির দল। ইনজুরি থেকে ফিরে এসে, শেষ ম্যাচে প্রথম বারের মত মাঠে দেখা গিয়েছিল পাওলো ডিবালাকে। এদিকে ডি মারিয়া হতে পারেন আজ স্কলানির তুরুপের ত্রাস।

তবে সেমিতে সম্পূর্ণ ফিট না থাকায় তাকে নামানো হয়নি মাঠে। যদিও ৩-০ গোলে এগিয়ে থাকার জন্য তাকে কাজে লাগানোর প্রয়োজন পরেনি আর্জেন্টাইন কোচের।

এছাড়া দলে পাপু গমেজ ছাড়া আর কোনো ইনজুরির শঙ্কা নেই তাদের, ফলে নিজেদের সর্বোচ্চটা দিয়েই তৃতীয় শিরোপা ঘরে তোলার জন্যই আজ মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসিরা।

আরও পড়ুন: ফাইনালে যেমন হতে পারে ফ্রান্স-আর্জেন্টিনার একাদশ

ফ্রান্স দলের অবস্থা

বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরির সাঙ্গে লড়াই করা দলটি, আজ ফাইনাল খেলবে। তবে বাধা যেন পিছুই ছাড়ছে না তাদের। ইনজুরির পর দলটি ভুগছিল ক্যামেল ভাইরাস নিয়ে। সেমিফাইনালে উপামেকানো ও এড্রিয়েন রাবিয়োট এই ভাইরাসের জন্যই দলে পায়নি দেশম। ম্যাচ শেষে কোচ বলেছিলেন, 'শঙ্কা আছে আরও কয়েকজনের আক্রান্ত হওয়া নিয়ে'।

শঙ্কাই যেন সত্যতে রূপান্তরিত হলো, এই ভাইরাসে শেষ আক্রান্ত হয়েছে তাদের আক্রমণভাগের খেলোয়াড় কোমান। সাথে ভারানে, কোনাতে, চুয়ামিনি, হার্নান্দেজরাও হালকা ইনজুরি সমস্যায় ভুগছিলেন। শঙ্কা ছিলো তাদের ফাইনাল খেলা নিয়েও। 


তবে সব শঙ্কা  উড়িয়ে দিয়ে গতকাল ফ্রান্সের দলের সাথে অনুশীলন করেছে সবাই। তবে বলাই যাচ্ছে, দল দু’টি নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করবে। এখন দেখার বিষয় কেমন হতে পারে তাদের একাদশ কি হতে যাচ্ছে দল দু'টির পরিকল্পনা।

আজ ১৮ ডিসেম্বর রাত ৯টায়, কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে দল দু'টি মাঠে নামবে ।


একাত্তর/আরআই/ আরবিএস 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads