কাতার বিশ্বকাপের ফাইনালের আগে কিলিয়ান এমবাপের কটাক্ষের কড়া জবাব দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শনিবার এমবাপের অতীতে করা একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এ সমালোচনা করেন তিনি। খবর ব্রিটিশ সংবাদামাধ্যম মেট্রো'র।
মার্টিনেজ বলেন, সে (এমবাপে) ফুটবল সম্পর্কে যথেষ্ট বোঝে না। সে কখনও দক্ষিণ আমেরিকায় খেলেনি। যখন আপনার এই অভিজ্ঞতা নেই, তখন এটা নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু তাতে কিছু আসে যায় না। আমরা একটি দুর্দান্ত দল।
তিনি যোগ করেন, এমবাপেকে মাথায় রাখতে হবে, দক্ষিণ আমেরিকার দল ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্য়াম্পিয়ন। আর্জেন্টিনাও কিন্তু দু-বার বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন: ফাইনালে ইনজুরি শঙ্কা, কতোটা প্রস্তুত আর্জেন্টিনা-ফ্রান্স?
এর আগে গত মে মাসে ব্রাজিলিয়ান টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপে বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো বিশ্বকাপের জন্য আরও ভালভাবে প্রস্তুত কারণ তারা একে অপরের বিরুদ্ধে "সব সময় উচ্চ-স্তরের ম্যাচ" খেলেছে। সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই সে সুযোগ পায়নি।
তবে মার্টিনেজ একাই নন, এমবাপের এমন মন্তব্যের পর অনেকেই তার সমালোচনা করেছিলেন। তাদের মধ্যে একজন ব্রাজিল কোচ তিতে। এই প্রসঙ্গ তিতে বলেছিলেন, ও (এমবাপে) হয়তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার নয়, নেশনস লিগ অথবা ইউরোপীয় দলগুলোর ফ্রেন্ডলি ম্যাচের কথা বোঝাতে চেয়েছে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.