কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পায়ের ইনজুরিতে পড়েন অ্যানহেল ডি মারিয়া। ফলে নকআউট পর্বে এসে মারিয়াকে প্রায়ই সাইড লাইনে বসিয়ে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি আরও গভীর হয়ে উঠতে পারে এমন শঙ্কা থেকেই ডি মারিয়াকে মাঠে নামাতে পারেননি কোচ।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ডি মারিয়া নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ দিকে ১০ মিনিটের জন্য মাঠে নামানো হলেও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দেখা যায়নি। এমন অনিশ্চয়তার মধ্যেই সমর্থকদের সুখবর দিলো আর্জেন্টিনা দল।
ডি মারিয়া ফাইনালের ঠিক আগে ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনার জার্সি গায়ে এটাই তার শেষ ম্যাচ।
বিশ্বকাপের ফাইনালে মারিয়াকে তাই শুরুর একাদশেই রাখলে কোচ লিওনেল স্কালোনি।
আরও পড়ুন: এমবাপে ফুটবল বোঝে না: আর্জেন্টাইন গোলরক্ষক
আর কিছুক্ষণ পরই শিরোপা লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ফ্রান্সের মতো আক্রমণাত্মক ফুটবলের সামনে আর্জেন্টিনা ৪-৪-২ ফর্মেশনে খেলবে নাকি ৩-৫-২ ফর্মেশনে তা এখনও অনিশ্চিত। তবে ডি মারিয়া এক্ষেত্রে দলের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে।
দুই দলের সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ ও অ্যানহেল ডি মারিয়া। (তবে মারিয়ার পরীবর্তে কাকে বসানো হবে তা এখনও অনিশ্চিত।)
ফ্রান্স: হুগো ইয়রিস(অধিনায়ক), জুলস কুন্ডে, রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাটে (দায়োত উপামেকানো), থি হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আড্রিয়েন রাবিয়োট, আঁতোয়াঁ গ্রিজমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.