ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

নিজের শেষ বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ ০০:৫১:৪২ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১১:৫৯:০৫
নিজের শেষ বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ আসরে ৩৬ বছরের শিরোপা খরা কাটালো আর্জেন্টিনা। এ বিশ্বকাপটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

রোববার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন এলএমটেন। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে ২০১৪ বিশ্বকাপেও মেসি গোল্ডেন বল জিতেছিলেন।

চলতি আসরে মেসি ৭ ম্যাচ থেকে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এবং ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান।

ফাইনালে লিওলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সময় মাঠে থাকার রেকর্ড গড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

আরও পড়ুন: ইতিহাস গড়ে গোল্ডেন বুট এমবাপের

এর আগে পাওলো মালদিনি সর্বোচ্চ ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। আজ মেসি তাকে টপকে খেলেন ২ হাজার ২৪৬ মিনিট।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads