ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় পুরস্কার পেলেন আরটিভির আরিফ

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৩ ১৯:৫২:২৩
‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় পুরস্কার পেলেন আরটিভির আরিফ

কাতার বিশ্বকাপ নিয়ে চ্যানেল-২৪ আয়োজিত ‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় সেরা লেখকের পুরস্কার পেয়েছেন মোহাম্মাদ আরিফ। তিনি আরটিভির ডিজিটাল সোস্যাল মিডিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অনলাইন অ্যাক্টিভিস্ট।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে চ্যানেল-২৪ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- এসিআই ফার্টিলাইজার পরিচালক কৃষিবিদ বশির আহমেদ। উপস্থিত ছিলেন চ্যানেল-২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন, স্পোর্টস এডিটর দিলু খন্দকার, ডিজিটাল মিডিয়ার প্রধান মো. রাজীব খান, চ্যানেল-২৪ অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার প্রমুখ।

বিশ্বকাপ ফুটবল আসরের পুরো সময় চ্যানেল ২৪ অনলাইনে পাঠকরা খেলা সম্পর্কে দুই হাজারের বেশি লেখা পাঠান। সেসব লেখা বাছাই করে তাদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মোহাম্মাদ আরিফ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিজিটাল সোস্যাল মিডিয়া, আরটিভি), গোলাম মোস্তফা (দুঃখু) (স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়), গাজী আনিস (ঢাকা), নবাব হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ফায়জার মোহাম্মাদ শাওলিন (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) ও শাহজাদা সেলিম রেজা (মানিকগঞ্জ)।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads