ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

চার দিনে ৪০০ কোটির ক্লাবে 'পাঠান'

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৩ ২০:৩১:৪৭ আপডেট: ২৯ জানুয়ারী ২০২৩ ২০:৪৬:৫৪
চার দিনে ৪০০ কোটির ক্লাবে 'পাঠান'

দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন বলিউড বাদশার। মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে ছুটে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’। বক্সঅফিসে এরইমধ্যে ৪০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। 

মুক্তির প্রথম দিনেই ভারতের বক্সঅফিসে আয় ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৬৮ কোটি। শুক্রবার আয় কিছুটা কমে দাঁড়ায় ৩৮ কোটি রুপিতে। কিন্তু আবার যেন ঘুরে দাঁড়াচ্ছে পাঠান, চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ে ৪০ শতাংশ। এর ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেললো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত বিশ্বের বক্সঅফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি রুপি।

মুক্তির প্রথম চার দিনের মধ্যে তিন দিনই ছবিটি দৈনিক ৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে এ এক বিরল দৃষ্টান্ত। বিশেষ করে, যখন দক্ষিণ ভারতের সিনেমার সামনে একের পর এক মুখ থুবড়ে পড়ছিল বলিউড সিনেমা। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেজিএফ-২ কে পেছনে ফেলছে পাঠান। মুক্তির প্রথম দিনে কেজিএফ-২ এর আয় ছিল ৫২ কোটি রুপি, ওয়ারের ছিল ৫০ কোটি। এই দুই পেছনে আছে থাগস অব হিন্দুস্থান (৪৮ কোটি রুপি) ও ভারত (৪১ কোটি রুপি)।

২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট পাঁচ হাজার দুইশ' হলে ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। কিন্তু ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও তিনশ' হল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ফলে সারা ভারতে মোট পাঁচ হাজার পাঁচশ' হলে চলছে পাঠান। অন্যদিকে ভারতের বাইরে পর্দার সংখ্যা দুই হাজার পাঁচশ', অর্থাৎ বিশ্বজুড়ে মোট আট হাজার পর্যায় চলছে সিনেমাটি। 

আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানির সংশোধন বিল পাশ, নাটাই সরকারের হাতে

উল্লেখ্য, পাঠান সিনেমার একটি গানে দীপিকা পাডুকোনকে গেরুয়া বিকিনিতে দেখা যায়, এ নিয়েই ঝামেলার শুরু। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা এটিকে চক্রান্ত বলে আখ্যা দেন। ইচ্ছাকৃতভাবে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ভারতজুড়ে সিনেমা বয়কটের ডাক দেয় বিজেপি ও আরএসএস নেতাকর্মীরা। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনার পর আগের অবস্থান থেকে সরে এসেছে বিজেপি-আরএসএস কর্মীরা।  


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads